
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
ইরানের হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৩৬ এএম

ছবি- সংগৃহীত
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, এ পদক্ষেপের মাধ্যমে তেল আবিব আকাশপথে যাতায়াত সাময়িকভাবে স্থগিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনার কারণে তারা নতুন নির্দেশনা না আসা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখছে। তবে মিশর ও জর্ডানের সঙ্গে থাকা স্থলসীমান্তগুলো স্বাভাবিকভাবেই চালু রয়েছে।
গত ১৩ জুন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা হামলায় অংশ নেয়। দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণে হতাহতের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনের হামলায় ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে।
ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে 'জঘন্য' বলে অভিহিত করেছে। তাদের পারমাণবিক সংস্থার মতে, এ হামলা আন্তর্জাতিক আইন ও বিশেষ করে এনপিটি চুক্তির লঙ্ঘন।