
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:০৮ এএম
ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৩৯টি মিসাইল শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:০২ পিএম

ছবি : সংগৃহীত
ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি চলতি বছর ইরানের ১৭তম হামলা, যেখানে মোট ৩৯টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, এসব ক্ষেপণাস্ত্র সারা দেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার সময় মোট ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আকাশপথে ছোঁড়া এসব মিসাইল প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলার নেপথ্যে রয়েছে সম্প্রতি ইসরায়েলের হাতে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারের মৃত্যুর ঘটনা। এর প্রতিশোধ হিসেবেই ইরান এ হামলা চালিয়ে থাকতে পারে।
আরও খবর জানতে চাইলে আমি পাশে আছি।