
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম
এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

ছবি- সংগৃহীত
দিল্লি থেকে পুণে গমনের পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে পাখির ধাক্কার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালবেলায় ফ্লাইটটি পুণে বিমানবন্দরে সফলভাবে অবতরণ করলেও পরে বিমানের গায়ে বার্ড হিটের চিহ্ন পাওয়া যায়।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ফ্লাইট AI-2469 সকাল ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৪ মিনিটে নিরাপদে পুণে পৌঁছে। অবতরণের পরপরই বিমানের গায়ে পাখির আঘাতের চিহ্ন শনাক্ত করেন গ্রাউন্ড স্টাফরা।
এই কারণে ফেরার পথে নির্ধারিত পুণে থেকে দিল্লি অভিমুখী AI-2470 ফ্লাইটটি স্থগিত করা হয়। বিমানটিকে এখন পূর্ণ নিরাপত্তা পরীক্ষার জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে বিকল্প ফ্লাইট, সম্পূর্ণ অর্থ ফেরত, অথবা বিনা অতিরিক্ত খরচে ফ্লাইট পুনঃনির্ধারণ করার সুবিধা দেওয়া হচ্ছে। যাত্রীদের জন্য হোটেল থাকার ব্যবস্থাও করা হয়েছে।
সংস্থাটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সব সময়ই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে।
আরএস/