
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
খামেনিকে হত্যা করলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হিজবুল্লাহ এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানিয়েছে, যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হয় অথবা যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে সম্পৃক্ত হয়, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত।
মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিস্থিতি হিজবুল্লাহর জন্য ‘আদর্শিক রেড লাইন’, যার ফলে তারা সংঘাতে জড়িয়ে পড়বে।
এর আগে হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, ইরানের ওপর হামলা হলেও তারা সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে না। তবে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ওই মন্তব্য ছিল ভুল এবং খামেনির ওপর হামলা বা মার্কিন হস্তক্ষেপ ঘটলে হিজবুল্লাহর অবস্থান বদলাবে।
এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে হিজবুল্লাহও সক্রিয়ভাবে জড়াবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন যে, তাঁরা জানেন খামেনি কোথায় অবস্থান করছেন, যদিও তাঁকে হত্যা করার সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি।
১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। চলমান এ সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে।