
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
ইরানে নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৩:২৬ পিএম
-6855292dc667a.jpg)
ছবি-সংগৃহীত
গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় গোয়েন্দা প্রধান নিহত হওয়ার পর বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে ইরান। তিনি মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হচ্ছেন।
গত রোববার ইসরাইলের বিমান হামলায় কাজেমি প্রাণ হারান। ওই হামলায় রেভল্যুশনারি গার্ডসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান মোহাগেক ও মোহসেন বাগেরিও নিহত হন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরনার খবরে আরো বলা হয়, আইআরজিসির বর্তমান প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছেন।
এর আগে, গত ১৩ জুন ইসরাইলের আরেকটি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হলে মোহাম্মদ পাকপুরকে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেয়া হয়।
দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, শহীদ কমান্ডার কাজেমি ও মোহাক্কেকের আইআরজিসি গোয়েন্দা বিভাগের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।