
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ এএম
সাইবার হামলার আশঙ্কায় ইরানে ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০২:০১ পিএম

ছবি- সংগৃহীত
ইরানে সম্প্রতি সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছেব, “আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে,” সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে পুরোপুরি ইন্টারনেট বন্ধ হয়নি—অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে কিছু পরিষেবা চালু রয়েছে। সাধারণ জনগণ জানিয়েছেন, তারা মোবাইল বা ব্রডব্যান্ডে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের ট্র্যাক করার জন্য একটি সাইবার আর্মি গঠন করেছে শত্রুপক্ষ—এমন তথ্য পেয়েই এই সতর্কতা।
আরএস/