
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
ইরানের হামলায় ইসরায়েলে গৃহহীন ৫ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

ছবি- সংগৃহীত
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে ৫ হাজার ১১০ জনের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ছিল তেল আবিব, যেখানে ৯০৭ জন বাসিন্দা ঘরহীন হয়েছেন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক কঠোর অবস্থান জানিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এখন তাদের লক্ষ্য। তার ভাষায়, “তার অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না।”
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার ইঙ্গিত। তিনি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সক্রিয় হয়, তবে তা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
আরএস/