
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:০৯ পিএম

ছবি- সংগৃহীত
ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুতর ও আলোচিত ঘোষণা এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছ থেকে। তিনি প্রকাশ্যে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে, এবং এটিকে ইসরায়েলের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল পরিদর্শনের সময় সরায়েল কাৎজ এ কথা বলেন। কাৎজ দাবি করেন, খামেনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করে আসছেন। কাৎজ আরও বলেন, খামেনি আমাদের ওপর হামলা চালাতে ইচ্ছুক। তার বেচে থাকা উচিত নয়।
এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী খামেনিকে “আধুনিক হিটলার” বলেও অভিহিত করেন এবং বলেন, তাকে থামানো এখন সময়ের দাবি।
এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এমন প্রকাশ্য হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরএস/