
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় ইরানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি- সংগৃহীত
ইসরায়েল রাতে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে আরাক ও নাতাঞ্জ উল্লেখযোগ্য।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (IAEA) আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে তেহরান। ইরান অভিযোগ করেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। বর্তমানে সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সঙ্গে, শুক্রবার থেকে চলমান ইসরায়েলি আক্রমণে ইরানে প্রাণ হারিয়েছেন মোট ৫৮৫ জন, যাদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক বলে জানা গেছে। অপরদিকে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন।
আরএস/