
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০২:৩২ এএম
ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে পারেন ট্রাম্প, তবে...
ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে পারেন ট্রাম্প, তবে...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:১৫ পিএম

ছবি -সংগৃহীত
ইরান ও ইসরায়েল সংঘাতের সপ্তম দিন বুধবার রাতেও একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার কথা ভাবছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের শর্তে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন।
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস।
ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তবে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখবেন বলে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে। এই খবরটি প্রথম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ করা হয়।
বুধবার ইরানের ওপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, আমি এটা করতে পারি, আমি নাও করতে পারি।
এর আগে সিবিএন জানিয়েছে, ইরানের ভূ-গর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দোতে মার্কিন হামলার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটি বা ডিয়েগো গার্সিয়াকে কোনো সম্ভাব্য হামলায় ব্যবহার করার জন্য বলেনি বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা জোনাথন বিল।
ইরানিরা বলেছে তারা ‘হোয়াইট হাউজের দরজায় ঝুঁকবে না।’
সিচুয়েশন রুমে ট্রাম্পের বৈঠক
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়েছেন এবং এই বৈঠক শেষ হয়েছে।
সামরিক ও গোয়েন্দা বিষয়ের অত্যন্ত স্পর্শকাতর আলোচনা এবং ব্রিফিং করার জন্য সিচুয়েশন রুমের মতো নিরাপদ স্থাপনাগুলো ব্যবহার করা হয়।
ইরান ও ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার সময় সাম্প্রতিক দিনগুলোয় ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের একত্রিত করেছেন।
এর মধ্যে ইরান আলোচনা করতে চায় আবার এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ইরান সম্পর্কে তিনি বলেন, তাদের চুক্তি করা উচিত ছিল, তাদের জন্য আমার অনেক ভালো ডিল ছিল। শেষ পর্যন্ত তারা এটি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা চায় তারা এটি করবে।
ট্রাম্প আরও বলেন, ইরানি প্রতিনিধিরা ‘সাক্ষাৎ করতে চায়’ এবং ‘হোয়াইট হাউজে আসতে চায়’ বলে আবার দাবি করেন তিনি।
ট্রাম্প এই প্রথমবারই ইরান দেখা করতে চায় এমন কথা বলেননি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি সরকার এক পোস্টে বলেছিল, কোনো ইরানি কর্মকর্তাকে হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি।
ইরানিরা বলেছে,তারা হোয়াইট হাউজের দরজায় ঝুঁকবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতেুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি হামলায় যোগ দেয় তবে ‘অপূরণীয় ক্ষতি’ হবে।