
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
মাওলানা দাড়ি না কাটায় বউ ভেগেছে

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:০৩ পিএম
-6853b64d580a5.jpg)
ছবি-সংগৃহীত
দাড়ি কাটতে রাজি না হওয়ায় দেবরের সঙ্গে পালিয়েছেন গৃহবধূ আরশি । ভেঙে গেল সাত মাসের বৈবাহিক সম্পর্ক। শুধু তাই নয়, স্বামীকে ছেড়ে দাড়িহীন দেবরকে নিয়ে উধাও ওই গৃহবধূ।
মিরাটের উজ্জ্বল গার্ডেন কলোনির বাসিন্দা মাওলানা শাকিরের অভিযোগ, তার স্ত্রী আরশি তাকে বারবার দাড়ি কাটতে বলেছিলেন। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি মুখমণ্ডলে খুর লাগাতে রাজি হননি। এ নিয়েই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল দাম্পত্য কলহ। আর সেই কলহের জেরে ঘর ছেড়েছেন গৃহবধূ।
মাত্র সাত মাস আগে বিয়ে হয় শাকির ও আরশির। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আরশি বর্তমানে উচ্চশিক্ষার পাঠ নিচ্ছিলেন। বিয়ের পর থেকেই স্বামীকে দাড়ি কেটে ক্লিন শেভড হতে জোরাজুরি করেন আরশি।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন এসপি সিটি আয়ুষ বিক্রম সিং। তিনি বলেন,‘এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী তার ছোট ভাইয়ের সঙ্গে পালিয়েছেন। আমরা নিখোঁজ হওয়ার রিপোর্ট নিয়েছি। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’