
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১১:৫২ এএম
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:১২ পিএম

ছবি : সংগৃহীত
প্রশান্ত মহাসাগরের দিক থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’ দ্রুতগতিতে মেক্সিকোর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি বৃহস্পতিবার (১৯ জুন) এর মধ্যেই মেক্সিকোর উপকূলে আঘাত হানতে পারে।
মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে, ‘এরিক’ ইতোমধ্যে ক্যাটাগরি-২ মাত্রায় পৌঁছেছে এবং এটি ক্যাটাগরি-৩ তে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ১৭৫ কিলোমিটার ছাড়িয়েছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণ মেক্সিকোর ওয়াঝাকা ও গুয়েরেরো রাজ্যে ঝড়টি প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যার কারণ হতে পারে। সম্ভাব্য ৫০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতে প্লাবনের ঝুঁকিও রয়েছে।
নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ জানান, ঝড় মোকাবিলায় উপকূলীয় রাজ্যগুলোতে প্রায় ২ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নাগরিকদের ঘরে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর মাসে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় ‘ওটিস’ আকাপুলকো শহরে ভয়াবহ আঘাত হানে, যাতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।
আবহাওয়া বিভাগ নিয়মিতভাবে ‘এরিক’-এর গতি ও শক্তি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপর্যয় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
সূত্র : বিবিসি