
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:১৩ এএম

ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বুধবার (১৯ জুন) পর্যন্ত আরও অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমাণ অবস্থায়, যাদের ওপর সরাসরি হামলা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
আলজাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরে মধ্য গাজার সালাহ আল-দিন স্ট্রিটে নেটজারিম করিডোরের কাছে বড় ধরনের একটি হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন আরও অনেক ত্রাণ প্রত্যাশী।
গাজার দক্ষিণাঞ্চলের জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় ৮ জন নিহত হন এবং অনেকে আহত হন। একই দিন আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় আরও ৮ জন প্রাণ হারান।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। মধ্য গাজার মাগাজি শিবিরে এক পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে একই হামলায়—মোট প্রাণহানি সেখানে ১০।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “ত্রাণপ্রাপ্তির আশায় জড়ো হওয়া নিরপরাধ বেসামরিক জনগণের ওপর ধারাবাহিক হামলা, খাদ্যের অভাবে থাকা মানুষদের লক্ষ্যবস্তু করা এবং তথাকথিত নিরাপদ এলাকা সংকুচিত করা—সবই যুদ্ধাপরাধের শামিল।”