
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৭ এএম
তৃতীয় পক্ষ জড়ালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ। বুধবার (১৮ জুন) দেওয়া সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
তিনি সতর্ক করে বলেন, যদি কোনও তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইরান আপাতত ইসরায়েলের ভূখণ্ডে হামলার ওপর গুরুত্ব দিচ্ছে এবং তারা আশাবাদী যে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, **“কূটনীতি কখনই শেষ হয় না।”** তবে তেহরান এখন আর ওয়াশিংটনের ওপর ভরসা করতে চায় না বলে জানান তিনি।
এছাড়া, রাশিয়াসহ সব দেশের সঙ্গে ইরান যোগাযোগ রাখছে, কারণ তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত দেশগুলো যেন ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে সমাধানের পথ খুঁজে বের করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
ইসরায়েল-ইরান সংঘাত বিশ্বপরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই উত্তেজনা মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।