
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
পাকিস্তানের নতুন হাইকমিশনার ঢাকায়

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
-68528b2b1c083.jpg)
ছবি-সংগৃহীত
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার। মিয়ানমারে অবস্থানরত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শীঘ্রই বাংলাদেশে যোগ দেবেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন সৈয়দ আহমেদ মারুফ। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন। এরপর গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।
বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ।