
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি “নিঃশর্ত আত্মসমর্পণ” জানানোর আহ্বান জানিয়েছেন। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই, যদিও যুক্তরাষ্ট্রের ধৈর্য সীমার দিকে এগোচ্ছে।
এদিকে ইসরাইলি বাহিনী পশ্চিম ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানে, এবং দাবি করে তারা একজন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার আলী শাদমানিকে হত্যা করেছে। এই হামলা এমন সময় হলো যখন কয়েক দিন আগে গোলাম আলী রশিদের হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এই ঘটনার জবাবে ইরানও পাল্টা আক্রমণে নামে। তেল আবিব, জেরুজালেম ও ডিমোনা শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিরাপত্তাজনিত কারণে বিমান হামলার সতর্কতা সংকেতও দেওয়া হয়।
সংঘাত ঘনীভূত হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি সরাসরি এই যুদ্ধে জড়াবে? হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
আরএস/