
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৮:২১ এএম
ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০২:৪২ পিএম

ছবি- সংগৃহীত
ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনা ঘটেছে তেহরানের উপকণ্ঠে ভারামিন শহরের আকাশে, যেখানে ইরানি বিমান প্রতিরক্ষা ইউনিট বিমানটি গুলি করে নামিয়েছে বলে জানিয়েছেন ভারামিনের গভর্নর হোসেইন আব্বাসি।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েলের পূর্ণমাত্রার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে।
তবে ইসরায়েল এখনো এই দাবির সত্যতা স্বীকার করেনি। তবে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা আরও বাড়ছে।
আরএস/