
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১১:২৬ এএম
ইরানে হামলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:৪৪ এএম

ছবি- সংগৃহীত
জি-৭ সম্মেলন শেষ না করেই হঠাৎ ওয়াশিংটনে ফিরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে জরুরি বৈঠকের জন্য হোয়াইট হাউসে আসেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা।
ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলা নিয়ে ঘোষণা দিতে পারেন। কারণ এর আগেই তিনি তেহরান শহর খালি করার হুমকি দিয়েছিলেন। বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি, ফলে সাংবাদিক, কূটনীতিক, মিত্র ও প্রতিপক্ষ-সবাই এখন হোয়াইট হাউসের সিদ্ধান্ত জানার চেষ্টা করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোয় হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে যৌথ পদক্ষেপ নেওয়া হবে কি না—তা নিয়ে তিনি দোটানায় রয়েছেন।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, “আয়াতুল্লাহ খামেনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে হত্যা করছি না—অন্তত এখনই নয়।”
আরএস/