
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।
নিরাপত্তা কমিটির বৈঠক ডাকার মাধ্যমে শঙ্কা তৈরি হয়েছে ইরান-ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রও প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে।
যদিও যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতোমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল