
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
দ্রুত জি-৭ সম্মেলন ত্যাগ করা নিয়ে যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৩৪ পিএম

ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জি-৭ সম্মেলনে তাড়াতাড়ি ত্যাগ করার সঙ্গে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমি এখন ওয়াশিংটনে যাচ্ছি। তবে যুদ্ধবিরতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ’
কী কারণে তিনি জি-৭ সম্মেলন থেকে নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত জানাননি। তবে ‘সঙ্গেই থাকুন’ লিখে তিনি তার পোস্টটি শেষ করেন।
গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন।