
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:২১ পিএম

মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। এর মধ্যে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্কতা জানানো আইনপ্রণেতার তালিকায় যুক্ত হলেন তিনিও। খবর আল জাজিরার।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সদস্য রো খান্না সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইসরায়েল-ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাবে সমর্থন দেবেন তিনি।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল-ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে তনি বলেন, ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করার লক্ষ্যে হামলা করাটা ‘কৌশলগত ভুল’ হবে।
এর আগে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি জানিয়েছেন, তিনি মঙ্গলবার (১৭ জুন) ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ নামে একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করবেন।
এরই মধ্যে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ ও স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সসহ আরও কয়েকজন আইনপ্রণেতা ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিরোধিতা করেছেন।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, যারা ভেবেছেন যে বাইরে থেকে হামলা চালিয়ে কোনো দেশকে তার ইচ্ছার বিরুদ্ধে চালানো যায়, তারা সবসময় ভুল করেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে তাড়াতাড়ি চলে যাবেন। এরপরই ঘোষণা আসে জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।