
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৪০ এএম

ছবি- সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন মন্তব্য করেন।
খামেনিকে হত্যা করার চিন্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন,আমরা যা প্রয়োজন,তাই করছি। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবংইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে।ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটি ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
আরএস/