
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
‘ইসরাইলকে কঠোর জবাব দেওয়ার অধিকার রাখে ইরান’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:০৯ পিএম

ইরানের ভূখণ্ডে দখলদার ইসরাইল সরকারের নগ্ন আগ্রাসনে দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী-শিশু নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।
সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরাইলের আগ্রাসনে জাতিসংঘ সনদের বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদর ৫১ নম্বর অনুচ্ছেদের অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে।
আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামি দেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলছে, সবাই যেন এই আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এই গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়।
এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায়ভার জায়নবাদী শাসক গোষ্ঠীকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।