
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ১১:১৯ পিএম
অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০২:৩২ পিএম

ছবি-সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।সংসদে পেজেশকিয়ান বলেন, শত্রুরা আমাদের ও আমাদের জাতির ওপর নির্যাতন, হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না। কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাকতার জবাব দিবে।
ইরানের এই নেতা বলেন, ইরানিরা আগ্রাসি নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।’
মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জ্বালানির উদ্দেশে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে। কারণ ইরানের পারমাণবিক জ্বালানি অধিকারের সুযোগ রয়েছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।