
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ১২:১৩ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:৫৯ এএম

ছবি- সংগৃহীত
ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও উপকূলীয় এলাকায় তিনজন নিহত হয়েছেন। হামলায় ইসরায়েলের কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড এডম’ (এমডিএ) জানিয়েছে, তারা চারটি স্থান থেকে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়েছে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল-ইরান ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।
অন্যদিকে, ইরানের সরকারি মিডিয়ার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে।
আরএস/