
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম
ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৯:০০ পিএম

ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও নতুন করে হামলা চালানোর কথা বলা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা সিএনএনকে জানিয়েছেন, রোববার বিকালে শহরে আবারও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি আগুনে পুড়ছে।তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণের খবর আসার সময়ই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক প্রেস ব্রিফিংয়ে জানায়, ইরানে আরও হামলা চলছে।
আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, ‘আমরা এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছি না। এই মুহূর্তেও তেহরানে আমরা বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছি।’