
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
ইরানের সাথে 'সমন্বিত'ভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

ছবি- সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসাবে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইসরায়েলে ‘ইসরায়েলের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করা হয়েছে।
রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল দখলকারী এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা ‘গত ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে’ ‘বেশ কয়েকটি ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হুথিরা জানিয়েছে, তাদের হামলা ‘ইরানি সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের সাথে সমন্বিত’ ছিল।
গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরায়েল এবং ইসরায়েল -সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। ইসরায়েল ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর।