
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
শনিবার মধ্যরাত ও রোববার ভোরে ইরান থেকে চালানো দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০০ জন।
উত্তর ইসরাইলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে পাঁচজন নিহত হয়েছেন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহতরা আরব ইসরাইলি এবং তারা খাতিব পরিবারের সদস্য। ওই শহরটি মূলত ফিলিস্তিনি-ইসরাইলি অধ্যুষিত।
অপরদিকে, ভোরের হামলায় মধ্য ইসরাইলের বাত ইয়ামে ৬০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, সেখানে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও রামাত গানের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ইসরাইলের সেনাবাহিনী হামলার আগে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিলেও পরবর্তীতে সেই নির্দেশনা প্রত্যাহার করে নেয়।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ইসরাইলের ওই আরব শহরে আশ্রয় নেওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।