Logo
Logo
×

প্রযুক্তি

প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন রুথবা ইয়াসমিন

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:০৯ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন রুথবা ইয়াসমিন

ছবি- সংগৃহীত

রুথবা ইয়াসমিন স্পেস নেশনের মাধ্যমে চাঁদের মাটিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে পা রাখতে যাচ্ছেন। সম্প্রতি তিনি স্পেস নেশনের মুন পায়োনিয়ার মিশনের জন্য প্রশিক্ষণ শেষ করেছেন।

স্পেস নেশনের এই মিশনে একটি আন্তর্জাতিক দল চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে। যেখানে ৬ জন নারী সদস্য, একমাত্র পুরুষ সদস্যসহ মোট ৭ সদস্যের দল চাঁদে যাবেন। এবং তাদের একজন হলেন বাংলাদেশের রুথবা ইয়াসমিন। 

মহাকাশ আবহাওয়া গবেষণা করেছেন রুথবা। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজে যান। ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে ডিগ্রি এবং গণিতে মাইনর শেষ করেন। পরবর্তীতে কোভিডের সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি এবং ২০২৪ সালে ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

২০২৫ সালের ১৬ এপ্রিল, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা স্পেস নেশন (Space Nation) ঘোষণা দেয় তাদের মিশনের। এই অভিযানে অংশ নেয়া সবাই নারী। তাদের সঙ্গে কেবল একজন পুরুষ। সে দলেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রুথবা।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন