Logo
Logo
×

প্রযুক্তি

ফেসবুকে ভুয়া বা ক্ষতিকর কনটেন্ট? সহজেই রিপোর্ট করুন সঠিক নিয়মে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৪১ এএম

ফেসবুকে ভুয়া বা ক্ষতিকর কনটেন্ট? সহজেই রিপোর্ট করুন সঠিক নিয়মে

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের মতামত প্রকাশ, ছবি ও ভিডিও শেয়ার এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়ে যুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এই উন্মুক্ত প্ল্যাটফর্মে অনেক সময়ই ভুয়া তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য, হয়রানি, সহিংসতা উসকে দেওয়া কিংবা আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ে, যা ব্যক্তি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই ধরনের কনটেন্ট থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে ফেসবুকের ‘রিপোর্ট’ করার অপশন একটি কার্যকর হাতিয়ার। সঠিকভাবে রিপোর্ট করা হলে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

নিচে ফেসবুকে পোস্ট, প্রোফাইল ও পেজ রিপোর্ট করার সহজ পদ্ধতি তুলে ধরা হলো:

ফেসবুক পোস্ট রিপোর্ট করার নিয়ম:

১. প্রথমে রিপোর্ট করতে চাওয়া পোস্টটি ফেসবুকে খুঁজে নিন।

২. পোস্টটির ডান পাশে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন।

৩. মেনু চালু হলে পোস্ট অনুযায়ী রিপোর্টের অপশন দেখা যাবে—যেমন: Report Photo, Report Video, Report Post, বা Report Video Broadcast।

৪. নিজের প্রাসঙ্গিক রিপোর্ট অপশনটিতে ট্যাপ করুন।

৫. রিপোর্টের কারণ বেছে নিতে বলা হবে। যেমন:

হেট স্পিচ বা ঘৃণামূলক ভাষা

সহিংসতা বা বিপজ্জনক কনটেন্ট

ভুয়া তথ্য বা স্প্যাম

যৌন হয়রানি বা আপত্তিকর বিষয়বস্তু

৬. কারণ নির্বাচন করার পর ‘Submit’ বাটনে ট্যাপ করুন।

রিপোর্ট সাবমিট করার পর ফেসবুক সেই কনটেন্ট রিভিউ করে এবং পরবর্তীতে জানিয়ে দেয়—কনটেন্টটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না।


ফেসবুক প্রোফাইল রিপোর্ট করার নিয়ম:

১. যে প্রোফাইলটি রিপোর্ট করতে চান, সেটিতে প্রবেশ করুন।

২. প্রোফাইল ছবির নিচে বা কভার ছবির পাশে থাকা তিন ডটে ক্লিক করুন।

৩. ‘Report Profile’ অপশন নির্বাচন করুন।

৪. এরপর ‘Something about this profile’ অপশনে ট্যাপ করুন।

৫. রিপোর্টের কারণ বেছে নিন (যেমন ভুয়া প্রোফাইল, হয়রানি, স্প্যাম ইত্যাদি)।

৬. ‘Submit’ বাটনে ট্যাপ করে রিপোর্ট সম্পন্ন করুন।


ফেসবুক পেজ রিপোর্ট করার নিয়ম:

ফেসবুক পেজ রিপোর্ট করতেও উপরের প্রোফাইল রিপোর্ট করার ধাপগুলোরই অনুসরণ করতে হবে। শুধু প্রোফাইলের পরিবর্তে পেজে গিয়ে তিন ডটে ক্লিক করে ‘Report Page’ অপশনটি নির্বাচন করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন