নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় লাল টেপ কেন?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের পেছনের ক্যামেরায় লাল রঙের টেপ লাগানো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় নিজের কালো গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন তিনি। সেখানেই অনেকের চোখে পড়ে, তাঁর ফোনের ক্যামেরা লেন্স ও সেন্সর ঘন লাল টেপে ঢাকা।
এই দৃশ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে—নেতানিয়াহু কেন তাঁর ফোনের ক্যামেরা ঢেকে রাখছেন? তিনি কিসের আশঙ্কা করছেন? বিষয়টি এখন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রযুক্তি বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে।
এর আগেও এমন নজির দেখা গেছে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ল্যাপটপের ওয়েবক্যামে টেপ লাগানো ছবি একসময় ভাইরাল হয়েছিল। তখনও প্রশ্ন উঠেছিল, এটি কি নিছক সতর্কতা, নাকি বাস্তব কোনো নিরাপত্তা হুমকির ইঙ্গিত?
বিশেষজ্ঞদের মতে, আধুনিক সময়ে ইন্টারনেট-সংযুক্ত যেকোনো ডিভাইসই হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে—এর মধ্যে স্মার্টফোন অন্যতম। ব্যক্তিগত ছবি, কথোপকথন, ব্যাংকিং তথ্য ও রাষ্ট্রীয় বা পেশাগত সংবেদনশীল তথ্য থাকার কারণে স্মার্টফোন হ্যাক হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। সাইবার অপরাধীরা ফোনের দুর্বলতা কাজে লাগিয়ে গোপনে ক্যামেরা ও মাইক্রোফোনে প্রবেশ করে নজরদারি চালাতে পারে।
হ্যাকাররা যেভাবে ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয়
ম্যালওয়্যার ও স্পাইওয়্যার: ফিশিং ই-মেইল, ভুয়া অ্যাপ বা ক্ষতিকারক ওয়েবসাইট থেকে ইনস্টল হওয়া সফটওয়্যার গোপনে ক্যামেরা ও মাইক্রোফোন চালু করতে পারে।
অনিরাপদ অ্যাপস: অনেক অ্যাপ অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি চায়, যা পরে এক্সপ্লয়েটেড হতে পারে।
ফিশিং স্ক্যাম: ভুয়া লিংক বা বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে স্পাইওয়্যার ইনস্টল করতে প্রলুব্ধ করা হয়।
নেটওয়ার্ক আক্রমণ: সুরক্ষাহীন পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ে।
সরাসরি প্রবেশ: কেউ ফোন হাতে পেলে মুহূর্তেই স্পাইওয়্যার ইনস্টল করে দূর থেকে নজরদারি চালাতে পারে।
ফোনের মাইক্রোফোন হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে
- কলের সময় অস্বাভাবিক যান্ত্রিক শব্দ
- খুব দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া
- ব্যবহার না করলেও ফোন গরম হওয়া
- মাইক্রোফোন ব্যবহারের নির্দেশক আলো হঠাৎ জ্বলে ওঠা
- ডেটা ব্যবহারের অস্বাভাবিক বৃদ্ধি
ক্যামেরা হ্যাকের সম্ভাব্য লক্ষণ
- ক্যামেরার নির্দেশক আলো নিজে থেকেই জ্বলা
- গ্যালারিতে অজানা ছবি বা ভিডিও পাওয়া
- ক্যামেরা অ্যাপ ধীরগতিতে চলা বা বারবার বন্ধ হয়ে যাওয়া
- অপ্রয়োজনে কোনো অ্যাপের ক্যামেরা অ্যাকসেস চাওয়া
নিরাপদ থাকতে যা করবেন
- নিয়মিত অ্যাপ পারমিশন যাচাই করে অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করুন
- শক্তিশালী পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করুন
- বিশ্বস্ত সিকিউরিটি অ্যাপ ইনস্টল করুন
- শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন
- ক্যামেরা ব্যবহার না করলে স্টিকার বা ক্যামেরা কভার ব্যবহার করুন
অতিরিক্ত নিরাপত্তা পরামর্শ
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখুন
- সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করুন
- সন্দেহজনক লিংক ও বার্তা এড়িয়ে চলুন
- পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে ভিপিএন ব্যবহার করুন
বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ লাগানো ঘটনা কেবল ব্যক্তিগত অভ্যাস নয়; এটি আধুনিক ডিজিটাল যুগে নিরাপত্তা সচেতনতার একটি প্রতীক। স্মার্টফোন যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে এর অপব্যবহারের ঝুঁকি। সচেতনতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থাই পারে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যকে সুরক্ষিত রাখতে।



