Logo
Logo
×

প্রযুক্তি

জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম

জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়

ছবি : সংগৃহীত

আজকের ডিজিটাল যুগে জিমেইল কেবল ই-মেইলের জন্য নয়; এটি আপনার ব্যক্তিগত চ্যাট, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক তথ্য এবং বিভিন্ন অ্যাপের অ্যাক্সেসের কেন্দ্রতাই যদি মনে হয় কেউ আপনার জিমেইল ব্যবহার করছে, দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা পরীক্ষা করা সহজ এবং এতে আপনি জানতেও পারবেন কোন ডিভাইসগুলোতে আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে।

জিমেইলে লগইন কার্যক্রম পরীক্ষা করার ধাপসমূহ

জিমেইলে লগ ইন করুন ব্রাউজারে gmail.com-এ যান এবং আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।

প্রোফাইল আইকনে ক্লিক করুন ইনবক্সে উপরের ডান কোণে প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন ‘Manage your Google Account’ নির্বাচন করুন।

নিরাপত্তা সেটিংসে যান বামদিকের মেনু থেকে ‘Security’ ট্যাব ক্লিক করুন।

ডিভাইস তালিকা দেখুন ‘Your Devices’ সেকশনে ‘Manage All Devices’ ক্লিক করুন।

অপরিচিত ডিভাইস সনাক্ত করুন যদি তালিকায় কোনো অচেনা ডিভাইস দেখেন, ‘Sign out’ বাটনে ক্লিক করে লগ আউট করুন।

গুগল সাধারণত সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করলে ইমেইল বা নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে।

অননুমোদিত অ্যাক্সেস শনাক্ত হলে করণীয়

পাসওয়ার্ড পরিবর্তন করুন ‘Security’ ট্যাবে গিয়ে নতুন শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।

সব ডিভাইস থেকে লগ আউট করুন ইনবক্সের নিচে ‘Details’ ক্লিক করে ‘Sign out of all other web sessions’ নির্বাচন করুন।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন লগইন প্রক্রিয়ায় অতিরিক্ত নিরাপত্তার জন্য 2FA ব্যবহার করুন।

থার্ড-পার্টি অ্যাপ পরীক্ষা করুন অচেনা বা অপ্রয়োজনীয় অ্যাপের অ্যাক্সেস বাতিল করুন।

সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন গুগলের ‘Report a Security Issue’ ব্যবহার করুন।

রিকভারি অপশন যোগ করুন ফোন নম্বর এবং রিকভারি ইমেইল যুক্ত করে অ্যাকাউন্ট পুনরুদ্ধার সহজ করুন।

অতিরিক্ত নিরাপত্তা টিপস

ফিশিং ইমেইল থেকে সতর্ক থাকুন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

নিয়মিত সিকিউরিটি চেকআপ করুন গুগলের টুল দিয়ে ঝুঁকি শনাক্ত করুন।

পাবলিক ওয়াইফাইতে ভিপিএন ব্যবহার করুন ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে হ্যাকার থেকে রক্ষা পেতে।

এই সহজ ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পারবেন এবং অননুমোদিত ব্যবহার প্রতিরোধ করতে পারবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন