ছবি : সংগৃহীত
অফিস, পড়াশোনা, যোগাযোগ কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ল্যাপটপ এখন অপরিহার্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি যদি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারে আক্রান্ত হয়, তাহলে হতে পারে ভয়াবহ বিপর্যয়। ম্যালওয়্যার গোপনে ল্যাপটপে প্রবেশ করে তথ্য চুরি, নজরদারি এবং সিস্টেম ধ্বংসের মতো কাজ করতে পারে।
বাংলাদেশে প্রযুক্তি ব্যবহারকারীদের সচেতন করতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সাধারণ লক্ষণ দেখে সহজেই বোঝা যায় ল্যাপটপে ম্যালওয়্যার আছে কি না। নিচে তুলে ধরা হলো এমন ৭টি লক্ষণ:
ল্যাপটপ হঠাৎ ধীরগতির হয়ে যাওয়া: প্রসেসরে অতিরিক্ত চাপ পড়লে ল্যাপটপ স্লো হয়ে যায়, যা ম্যালওয়্যারের উপস্থিতির ইঙ্গিত।
বারবার অচেনা পপ-আপ বিজ্ঞাপন: ইন্টারনেট ব্যবহারের সময় যদি বারবার লোভনীয় অফারসহ বিজ্ঞাপন আসে, তা অ্যাডওয়্যারের লক্ষণ।
ব্রাউজারের হোমপেজ বা সার্চ ইঞ্জিন বদলে যাওয়া: নিজের অজান্তে ব্রাউজারের সেটিংস বদলে গেলে সতর্ক হওয়া জরুরি।
অস্বাভাবিকভাবে ল্যাপটপ গরম হওয়া: ব্যবহার না করলেও ফ্যান চলা বা অতিরিক্ত গরম হওয়া মানে পেছনে কিছু চলছে।
অজানা সফটওয়্যারের উপস্থিতি: ইনস্টল না করলেও যদি নতুন সফটওয়্যার দেখা যায়, তা ম্যালওয়্যারের মাধ্যমে এসেছে।
দরকারি ফাইল লক বা গায়েব হয়ে যাওয়া: র্যানসমওয়্যার ফাইল লক করে অর্থ দাবি করতে পারে।
অ্যান্টিভাইরাস হঠাৎ কাজ না করা: ম্যালওয়্যার ইচ্ছাকৃতভাবে অ্যান্টিভাইরাস বন্ধ করে দিতে পারে।
প্রতিরোধে করণীয়:
আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে পূর্ণ স্ক্যান করুন
অজানা সফটওয়্যার আনইনস্টল করুন
প্রয়োজনে প্রফেশনাল সহায়তা নিন
নিরাপদ ব্রাউজিং অভ্যাস গড়ে তুলুন
পরিচিত সাইট ছাড়া কিছু ডাউনলোড করবেন না
নিয়মিত অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট করুন
ম্যালওয়্যার চোখে দেখা না গেলেও এর ক্ষতি হতে পারে ভয়াবহ। তাই প্রযুক্তির সুবিধা নিতে হলে তার নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।



