Logo
Logo
×

প্রযুক্তি

নতুন রূপে ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

নতুন রূপে ফেসবুক

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুনভাবে সাজাচ্ছে তাদের ভিডিও অভিজ্ঞতা। মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতেই রিলস ফিচারে বড় পরিবর্তন আনা হচ্ছে।

নতুন আপডেটে সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘ফ্রেন্ড বাবল’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর কোনো বন্ধু যদি একটি রিলসে লাইক দেন, তাহলে সেই বন্ধুর প্রোফাইল ছবিটি ভিডিওর নিচের কোণে বাবল আকারে দেখা যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারী চাইলে ওই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, বন্ধুদের লাইক ও প্রতিক্রিয়া ফেসবুক ব্যবহারের একটি মূল অভিজ্ঞতা। নতুন এই ফিচার সেই বন্ধুত্বের সংযোগকে আরও প্রাণবন্ত করবে।

রিলসকে আরও আকর্ষণীয় করতে মেটা তাদের রিকমেন্ডেশন অ্যালগরিদমেও উন্নয়ন এনেছে। এখন ফেসবুক দ্রুত ব্যবহারকারীর আগ্রহ বুঝে প্রাসঙ্গিক ভিডিও সাজেস্ট করতে পারবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন সিস্টেম চালুর পর ব্যবহারকারীরা ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।

এছাড়া প্রতিদিন ফেসবুকে প্রকাশিত রিলসের মধ্যে প্রায় অর্ধেকই নতুনভাবে তৈরি কনটেন্ট, যা একই দিনে ক্রিয়েটররা আপলোড করেন। এতে ব্যবহারকারীরা আরও নতুন ও সময়োপযোগী ভিডিও দেখতে পারবেন।

চলতি বছরের শুরুতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি ফেসবুককে আরও ‘সংযুক্তিমূলক ও প্রাণবন্ত’ রূপে ফিরিয়ে আনতে চান। তবে বিশ্লেষকদের মতে, এসব নতুন ফিচার মূলত টিকটক ধাঁচের ভিডিও অভিজ্ঞতা তৈরিরই অংশ।

উল্লেখ্য, চলতি বছরের জুনে মেটা ঘোষণা করেছিল যে, ফেসবুকের সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্যেও আর কোনো সীমাবদ্ধতা থাকবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন