Logo
Logo
×

প্রযুক্তি

এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

Icon

অসলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম

এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রশিক্ষণের জন্য কপিরাইটকৃত সাহিত্য অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন দুই মার্কিন লেখক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ফেডারেল আদালতে গ্রুপ মামলা হিসেবে এই অভিযোগ দায়ের করা হয়।

মামলায় বলা হয়েছে, অ্যাপল লেখকদের অনুমতি ছাড়াই তাদের রচনাসমূহ ব্যবহার করেছে, কোনো সম্মানী কিংবা স্বীকৃতিও দেওয়া হয়নি। মামলার ভাষ্যে বলা হয়, লেখকদের এই সম্ভাব্য লাভজনক প্রকল্পে অবদান রাখার জন্য অ্যাপল কোনো ধরনের পারিশ্রমিক দেওয়ার চেষ্টাও করেনি।

মামলাটি করেছেন নিউইয়র্কের লেখক গ্রেডি হেনড্রিক্স এবং অ্যারিজোনার জেনিফার রবারসন। তাদের দাবি, তাদের লেখা বইগুলো অ্যাপলের ব্যবহৃত পাইরেটেড (চুরি হওয়া) একটি ডেটাসেটের অংশ ছিল, যা ব্যবহার করা হয়েছে অ্যাপলের ‘OpenELM’ নামক একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রশিক্ষণে।

এখনও পর্যন্ত অ্যাপল কিংবা মামলার বাদীপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এই মামলা কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণের বিরুদ্ধে ক্রমবর্ধমান আইনি লড়াইয়ের অংশ। প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ ইতোমধ্যেই আদালতে গড়িয়েছে।

শুধু অ্যাপল নয়, অ্যানথ্রপিক, মাইক্রোসফট, মেটা এবং ওপেনএআই— এসব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই ধরনের মামলার মুখোমুখি হয়েছে।

এর আগে একই দিনে আরেকটি আলোচিত মামলায় এআই স্টার্টআপ অ্যানথ্রপিক আদালতকে জানিয়েছে, তারা লেখকদের সঙ্গে ১৫০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে। ওই মামলায় অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি তাদের চ্যাটবট Claude প্রশিক্ষণে লেখকদের বই অনুমতি ছাড়া ব্যবহার করেছে।

যদিও অ্যানথ্রপিক দায় স্বীকার করেনি, তবে বাদীপক্ষের আইনজীবীরা এ চুক্তিকে ইতিহাসে প্রকাশিত সবচেয়ে বড় কপিরাইট ক্ষতিপূরণ দাবি করেছেন।

এআই প্রযুক্তির প্রসারে যখন কনটেন্ট স্রষ্টাদের উদ্বেগ বাড়ছে, তখন এই মামলাগুলো এআই উন্নয়ন ও নৈতিক ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন