Logo
Logo
×

খেলা

অ্যাক্রিডিটেশন নিয়ে অনিয়ম খতিয়ে দেখছে বাফুফে

Icon

ক্রীড়া সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম

অ্যাক্রিডিটেশন নিয়ে অনিয়ম খতিয়ে দেখছে বাফুফে

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরা নিয়ে একদিকে যেমন ছিল দর্শক উম্মাদনা, অন্যদিকে ছিল বাফুফের দূর্বল ব্যবস্থাপনা। ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য মিডিয়া অ্যাক্রিডিটেশন বরাদ্দ নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিষয়টি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কানেও গিয়েছে। শনিবার রাওয়া কমপ্লেক্সে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাফুফে সভাপতি নিজেই বলেছেন, তিনি এমন অভিযোগ পেয়েছেন।
বাফুফে সভাপতি বলেছেন, 'আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে। আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি। আমরা ফেসুবকে নিয়মিত আপডেট দিচ্ছি। সঠিক তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরই মধ্যে আমার কাছে দুটি অভিযোগ এসেছে। এর মধ্যে অ্যাক্রিডিটেশন একটি। এখানে কি কি অনিয়ম হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। ফাইনাল রেজাল্ট কি সেটা আপনাদের জানিয়ে দেব।'
কেবল অ্যাক্রিডিটেশন বরাদ্দে অনিয়মই নয়, গণমাধ্যমকর্মীরা পদে পদে হয়রানিও হয়েছেন। অ্যাক্রিডিটেশন তোলা, প্রেসবক্সে প্রবেশসহ অনেক ভোগান্তির শিকার হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।
ঢাকা স্টেডিয়ামের তৃতীয় তলায় প্রেসবক্সে ওঠার জন্য একটি লিফট থাকলেও সেই লিফট সাংবাদিকদের ব্যবহার করতে বারণ করেছিল বাফুফে। লিফটের নিচে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছিল, 'লিফট ব্যবহার করবেন ভিআইপিরা এবং সাংবাদিকরা ব্যবহার করবেন সিঁড়ি।' লিফটের দায়িত্বে থাকা ব্যক্তি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারও করেছেন।
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে প্রেসবক্সে খেলোয়াড় তালিকাও সরবরাহ করেনি বাফুফে মিডিয়া বিভাগ। অনেক সিনিয়র সাংবাদিক অ্যাক্রিডিটশেন কার্ড পাননি। আবার অখ্যাত অনেকেই পেয়েছেন। এমন অনেকে কার্ড পেয়েছেন যাদের কেউ চেনেও না। তাদের প্রতিষ্ঠানের নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। ফেসবুকার, ব্লগার, ইউটিউবাররা কার্ড পেয়েছেন। পাননি অনেক প্রতিষ্ঠিত মিডিয়া হাউজ। আবার তালিকায় নাম থাকলেও অনেকে কার্ড হাতে পাননি। তাই স্টেডিয়ামে ঢুকতে অনেককে হেনস্থা হতে হয়েছে।
ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচের দল ঘোষণার দিন বাফুফের মিডিয়া বিভাগ তালগোল পাকিয়ে ফেলেছিল। কোচ বাফুফে ভবনের নিচে মাঠে নেমে এসে সাংবাদিক ছাড়া অন্য কাউকে না পেয়ে তার কক্ষে ফিরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দলের ম্যানেজারকে নিয়ে নিচে নামেন কোচ। বাফুফেতে একাধিক সভাকক্ষ থাকলেও কোচকে গাড়ির গ্যারেজে দাঁড় করিয়ে জাতীয় দল ঘোষণা এবং দল নিয়ে কথা বলতে হয়েছে।
ভুটানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘটেছে লজ্জাজনক ঘটনা। বাফুফে সংবাদিকদের বসার জায়গাই দিতে পারেনি। অনেক সাংবাদিককে ফ্লোরে বসে সংবাদ সম্মেলন কাভার করতে হয়েছে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন,'বাফুফের উচিত ছিল আরো কিছু চেয়ার ক্রয় করার।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন