
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম
ফুটবল মাঠে নামছে উপদেষ্টা পরিষদ, তবে কবে ?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

ছবি-সংগৃহীত
এবার ফুটবল মাঠে নামতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ টিম। শনিবার এমন বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা।
ওই ছবির বর্ণনায় তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদ টিম বনাম কূটনৈতিক টিম।
নিজের পোস্টে ফুটবলের একটি ইমোজিও দিয়েছেন তিনি।
তবে কখন এবং কোথায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো ধারণা দেননি ক্রীড়া উপদেষ্টা।