
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৪ এএম
বাবর, রিজওয়ানদের ছাড়াই বাংলাদেশে আসবে পাকিস্তান!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:৫৮ পিএম

ছবি- সংগৃহীত
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। তবে সে সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিদের আসার সম্ভাবনা কম। বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকীম নতুন করে দলে ঢুকতে পারেন।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র খেলোয়াড়দের পাকিস্তান দলে ফেরার বিষয়টি অনিশ্চিত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি আশাবাদী, এই খেলোয়াড়রা ঘুরে দাঁড়াতে পারবেন।
বর্তমান সূচি অনুযায়ী, পাকিস্তান দল জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। এই সিরিজের আগে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। এখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দলটির।
এর আগে পাকিস্তানের মাটিতে ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলে এসেছে বাংলাদেশ।
আরএস/