
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:০০ এএম
ক্রিকেট থেকে বিরতি নিলেন রশিদ খান

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

ছবি- সংগৃহীত
ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন রশিদ খান। মেজর লিগ ক্রিকেটের ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার।
২০২৪ সালের এমএলসি আসরে রশিদ খান এমআই নিউ ইয়র্কের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন। ৬.১৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে তিনি দলের সেরা বোলার ছিলেন। তার অনুপস্থিতি নিঃসন্দেহে এমআই নিউ ইয়র্কের জন্য একটি বড় ক্ষতি। সম্প্রতি শেষ হওয়া আইপিএল ২০২৫ আসরে রশিদ গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন, যা তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম ছিল। এই আসরে তিনি মাত্র ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৯.৩৪ ইকোনমি রেটে রান দিয়েছেন এবং তার বোলিং গড় ছিল ৫৭.১১। এমনকি এই আসরে তিনি রেকর্ড ৩৩টি ছক্কা হজম করেন।
রশিদের পথ ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলছেন না আফগানিস্তানের আরেক ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই। এমআই নিউ ইয়র্কের হয়েই খেলার কথা ছিল তার।
আরএস/