Logo
Logo
×

খেলা

ধোনি, ভেট্টোরিসহ আইসিসির হল অব ফেমে ৭ ক্রিকেটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:০১ এএম

ধোনি, ভেট্টোরিসহ আইসিসির হল অব ফেমে ৭ ক্রিকেটার

ছবি- সংগৃহীত

আইসিসির বিশেষ সম্মাননা পেলেন ৭ ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভেটোরি, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, সারা টেইলর এবং সানা মীর পেয়েছেন এমন সম্মাননা।

ভারতের সাবেক অধিনায়ক ধোনি ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ২০১১ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ এনে দেন ভারতকে। দুই বছর পর, ২০১৩ সালে তিনি নেতৃত্ব দেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বেলায়। তিনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সব তিনটি সাদা বলের ট্রফি জিতেছেন। তার অধীনে ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল।

ম্যাথু হেইডেন ছিলেন অস্ট্রেলিয়া দলের সময়ের অন্যতম ভয়ঙ্কর ওপেনার। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি ছিল তার। ২০০৩ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন হেইডেন।

দক্ষিণ আফ্রিকা থেকে এবারের হল অব ফেমে এসেছেন হাশিম আমলা এবং গ্রায়েম স্মিথ। প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আমলা। গ্রায়েম স্মিথ বিশ্বরেকর্ড ১০৯টি টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেন, যার মধ্যে ৫৩টি জয় পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫০টি ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন গ্রায়েম স্মিথ, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টোরি টেস্টে ৪০০০ রান এবং ৩০০ উইকেট নেয়া তিনজন ক্রিকেটারের একজন। তিনি নিউজিল্যান্ডকে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স-আপ করেন।

সারাহ টেইলর ছিলেন ইংল্যান্ড নারী দলের ২০০৯ সালের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খেলোয়াড়। পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন সানা মীর। ২০০৫ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১২০টি নারী ওয়ানডেতে এবং ১০৬টি নারী টি-টোয়েন্টি খেলেছেন। এরমাঝে ৭২টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন