
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০১:০৭ পিএম
আলোচনার কেন্দ্রে এমবাপে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

ছবি- সংগৃহীত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর নানা ট্রল ও আলোচনার কেন্দ্রে থেকে উপভোগ করছেন কিলিয়ান এমবাপে,মাঠেই এসবের জবাব দিতে চান রেয়াল মাদ্রিদের তারকা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ট্রলের জবাবে যা বললেন এমবাপে-
ট্রফি জিতেছে পিএসজি, কিন্তু তাদের পাশাপাশি আলোচনার তুঙ্গে কিলিয়ান এমবাপে। ট্রল, হাসাহাসি, নানা বিশ্লেষণ, কী হয়নি তাকে নিয়ে! এমনকি চলছে এখনও। এসব অবশ্য উপভোগ করছেন বলেই দাবি এমবাপের। পুরোনো ক্লাবের শিরোপা জয় যেমন তাকে আনন্দ দিয়েছে, তেমনি তাকে ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব মাঠেই দেবেন বলে জানিয়ে রাখলেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
এই মৌসুমের আগেই ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এমবাপে। ফরাসি ক্লাবটি যদিও ছাড়তে চায়নি নিজেদের ইতিহাসের সফলতম গোলস্কোরার ও দলের সবচেয়ে বড় তারকাকে। কিন্তু তিনি নিজে ক্লাব ছাড়তে ছিলেন মরিয়া।
শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন পূরণ করার ব্যাপার তো ছিলই, তার সিদ্ধান্তের পেছনে একটি কারণ ধারণা করা হয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তাড়নাও। পিএসজির হয়ে বারবার সম্ভাবনা জাগিয়েও এই ট্রফি ছুঁতে পারেননি। ঘাঁটি গেড়েছেন এখন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম ক্লাবের আশ্রয়ে।
রেয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়েছেন এমবাপে। কিন্তু দল হিসেবে আবারও তার সঙ্গী পুরোনো অপূর্ণতা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাজেভাবে ছিটকে গেছে রেয়াল মাদ্রিদ। হারাতে হয়েছে লা লিগার শিরোপা, হারতে হয়েছে কোপা দেল রের ফাইনালে।
তিনি ক্লাব ছেড়ে যাওয়ার মৌসুমেই পিএসজি অবশেষে জিতে নিয়েছে আরাধ্য সেই চ্যাম্পিয়ন্স লিগ।
ম্যাচের পরপরই সামাজিক মাধ্যমে পিএসজিকে অভিনন্দন জানিয়েছিলেন এমবাপে। নেশন্স লিগে জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে শনিবার সংবাদমাধ্যমের প্রশ্নে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আবারও প্রশংসা করলেন তার ফেলে আসা ক্লাবের।
“আমি খুবই খুশি হয়েছি, তাদের এটা প্রাপ্য ছিল। এত এত কঠিন সময় কাটাতে হয়েছে তাদের, আমিও সেটির ভেতর দিয়ে গিয়েছি বারবার। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ধাপের অভিজ্ঞতা আমার আছে, স্রেফ শিরোপা জয় ছাড়া।”