
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:১৬ পিএম
রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

ছবি- সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব বদলানো নিয়ে চলছিল নানামুখী গুঞ্জন। শোনা যাচ্ছিল ক্লাব বিশ্বকাপে খেলতেই নতুন কোনও ঠিকানায় যাচ্ছেন। কিন্তু পর্তুগিজ তারকা উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। শনিবার বলেছেন, ক্লাব বিশ্বকাপে খেলছেন না তিনি।
রবিবার নেশন্স লিগের ফাইনালের আগে শনিবার মিউনিখে কথা বলেছেন পর্তুগাল ফরোয়ার্ড। সেখানেই পর্তুগিজ অধিনায়ক বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে আমি খেলবো না। তবে অনেকে যোগাযোগ করেছিল।’
মে মাসে পর্তুগিজ তারকা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, আল নাসরে তার অধ্যায় শেষ। তাতে নানামুখী গুঞ্জনের মধ্যে এটাও ছড়ায় হয়তো সৌদি ক্লাব আল হিলালেও যেতে পারেন তিনি। যেহেতু আল হিলাল ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। তবে রোনালদো বলেছেন, অন্য ক্লাব তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি আসলে স্বল্প মেয়াদী চুক্তিতে মোটেও রাজি নন, ‘কিছু ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছে। কেউ হয়তো যৌক্তিকভাবে চেষ্টা করেছে, কেউ পারেনি। কিন্তু কথাটা হচ্ছে আপনি চাইলেই সব কিছু করতে পারেন না। চাইলে সব বল ধরতে পারবেন না।’