Logo
Logo
×

খেলা

৩০ জুলাই প্যারিস অলিম্পিকে যা যা থাকছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১১:১২ এএম

৩০ জুলাই প্যারিস অলিম্পিকে যা যা থাকছে

৩০ জুলাই প্যারিস অলিম্পিকে যা যা থাকছে

মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিস অলিম্পিকের চতুর্থ দিন। এ দিনে ফুটবল-হকি দুই ইভেন্টেই খেলতে নামবে আর্জেন্টিনা। ফুটবল-হকি ছাড়াও রয়েছে সাঁতার ও শূটিংয়ের পদকের লড়াই।

বাংলাদেশের সামিউল ইসলাম রাফি নামবেন পুলে। পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের দ্বিতীয় হিটে অংশ নিবেন তিনি। এক নজরে দেখে নিবো প্যারিস অলিম্পিকে আজকে কোন কোন ইভেন্ট গুলো রয়েছে।

সাঁতার

পুরুষ ১০০ মিটার ফ্রি স্টাইল হিট বিকেল ৩:১৫ মি.

নারীদের ১০০ মি. ব্যাকস্ট্রোক রাত ১২:৫৬ মি.

পুরুষ ৮০০ মি. ফ্রিস্টাইল রাত ১:০২ মি.

পুরুষ ৪×২০০ মি. ফ্রিস্টাইল রিলে রাত ২:০১ মি.

ফুটবল

ডমিনিকান রিপাবলিক-উজবেকিস্তান সন্ধ্যা ৭টা

স্পেন-মিশর সন্ধ্যা ৭টা

ইউক্রেন-আর্জেন্টিনা রাত ৯টা

মরক্কো-ইরাক রাত ৯টা

নিউজিল্যান্ড-ফ্রান্স রাত ১১টা

যুক্তরাষ্ট্র-গিনি রাত ১১টা

শুটিং

পুরুষ ট্র্যাপ বাছাই দুপুর ১টা

নারী ট্র্যাপ বাছাই দুপুর ১টা

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ১:৩০ মি

হকি

স্পেন-ফ্রান্স দুপুর ২টা

দক্ষিণ আফ্রিকা-জার্মানি দুপুর ২:৩০ মি

আর্জেন্টিনা-নিউজিল্যান্ড রাত ৯টা

অস্ট্রেলিয়া-বেলজিয়াম ১১:৪৫ মি.

ট্রায়াথলন

পুরুষ ব্যক্তিগত, দুপুর ১২টা

টেবিল টেনিস

মিশ্র দ্বৈত ফাইনাল সন্ধ্যা ৬:৩০ মি.

জুডো

পুরুষ ৮১ কেজি ফাইনাল রাত ৯টা

নারীদের ৬৩ কেজি ফাইনাল রাত ৯:৩০ মি.

জিমন্যাস্টিকস

নারীদের দলীয় ফাইনাল রাত ১০:১৫ মি.

ফেন্সিং

নারীদের ইপেই দলীয় ফাইনাল রাত ১১:৩০ মি.

রাগবি সেভেনস

নারীদের ফাইনাল রাত ১১:৪৫ মি.

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন