
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা,টেস্ট দলে এবাদত,ফিরলেন লিটনও

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম

ছবি- সংগৃহীত
হাঁটুর ইনজুরির কারণে প্রায় দুই বছর মাঠের বাইরে পেস বোলার এবাদত হোসেন চৌধুরী। ২০২৩ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের আসল রূপকার ছিলেন এবাদত। তিনিই কি না সর্বশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের জুন-জুলাইতে। এরপর ইনজুরির কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও।
অবশেষে ইনজুরি মুক্ত হয়েছেন এই পেসার। জাতীয় দলেও ফিরতে চলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়েছে ডানহাতি এই পেসারকে।
শুধু এবাদতই নয়, টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে। গত বছর ডিসেম্বরের পর থেকে টেস্ট দলে সুযোগ পাননি লিটন। ওয়ানডে দল থেকেও তাকে বাদ দেয়া হয়েছিল। অবশেষে টেস্ট দলে ফেরানো হলো এই ব্যাটারকে।
দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার হাসান মুরাদকে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দলে ডাক পেলেও একাদশে সুযোগ পাননি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকেও ডাকা হয়েছে।
যথারীতি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ২০২৫-২০২৭ সাইকেলে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিযাত্রা শুরু করবে বাংলাদেশ।
১৭ জুন প্রথম টেস্ট শুরু হব দ্য গলে। এরপর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবে ১৩ জুন।