
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৬:৩৪ এএম
মেসি ৭ মাস পর জাতীয় দলের অনুশীলনে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম

ছবি- সংগৃহীত
সোমবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে দলীয় অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। এর আগে তিনি সাত মাসের আন্তর্জাতিক বিরতিতে ছিলেন।
৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলটির হয়ে খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। পেশির চোটে মার্চ মাসের দুটি বাছাই ম্যাচ থেকে ছিটকে যান। ওই সময় অবশ্য তাকে ছাড়াই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে স্ক্যালোনির দল। মেসি সোমবার বুয়েন্স এইরেসের উপকণ্ঠে তার নামে করা ট্রেনিং কমপ্লেক্সে দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন।
অবশ্য এবার দারুন ফর্মে রয়েছেন ইন্টার মায়ামি তারকা। সোমবার টানা দ্বিতীয় সপ্তাহের মতো এমএলএস প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছেন। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়ে মূল নায়ক ছিলেন তিনি।
বর্তমানে লাতিন অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। আগামী শুক্রবার তারা চিলির বিপক্ষে সকাল ৭টায় মাঠে নামবে। তার পর তারা বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলম্বিয়াকে আতিথ্য দেবে।
মেসির ফেরার পাশাপাশি স্ক্যালোনির স্কোয়াডে নতুন মুখ রয়েছেন তিনজন। যারা এবারই প্রথম আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন।
ডিফেন্ডার কেভিন লোমোনাকো (ইনডিপেনিয়েন্তে) ও মারিয়ানো ট্রোইলো (বেলগ্রানো) এবং ১৭ বছর বয়সি ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিভার প্লেট), যিনি ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন।