
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:০৮ এএম
আনচেলত্তির অধীনে শুরু হলো ব্রাজিল দলের অনুশীলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:০৩ এএম

ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তির অধীনে শুরু হয়েছে ব্রাজিল ফুটবল দলের ক্যাম্প। নতুন কোচের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। এর কারণ ইনজুরি। নেইমারকে ছাড়াই ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের জন্য ক্যাম্প শুরু করেছেন ইতালিয়ান কোচ।
ইতালিয়ান কোচের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন ভিনিসিউস, অ্যান্টনি, রিচার্লিসন, মার্তিনেল্লিরা। ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের হয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির।
নতুন কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। এর কারণ নেইমারের ইনজুরি। নেইমারকে ছাড়াই ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের জন্য ক্যাম্প শুরু করেছেন ইতালিয়ান কোচ।
আপাতত কার্লো আনচেলত্তির ভাবনায় বিশ্বকাপ কোয়ালিফায়ারের ২ ম্যাচ। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিল দলের ডাগআউটে দাঁড়াবেন ইতালিয়ান কোচ। এরপর ১১ জুন খেলা প্যারাগুয়ের বিপক্ষে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করবে ৬ দল। এই মুহূর্তে ২১ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে ইকুয়েডর আর তিনে আছে উরুগুয়ে।
আরএস/