ফারুকের সভাপতি পদ হারানোর কারণ জানালেন আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। তবে দায়িত্ব পাওয়ার পর বছর না ঘুরতেই তাকে অপসারণ করেছে সরকার। তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিদায়ী বিসিবি সভাপতিকে মূলত পারফরম্যান্সের অবনতির কারণেই অপসারণ করা হয়েছে।
উপদেষ্টার ভাষায়, ‘বাংলাদেশ ক্রিকেটের ক্রমাবনতি একটা বড় কারণ। দেশের ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন আলোকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। এটা এমন কোনো কারণ না যে, দুর্নীতি বা কোনো কারণে সরিয়েছি। এটা একদমই পারফর্মের ভিত্তি হিসাবে।’
ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচকরা যেমন ক্রিকেটারদের বিবেচনা করেন না। ঠিক সেভাবে বোর্ডেও পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তার কথায়, ‘নির্বাচক কমিটি প্রতিনিয়ত খারাপ পারফর্ম করা একজন ক্রিকেটারকে তো আর দলে বিবেচনা করবে না। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা একই রকমই ছিল। আবার ক্রিকেট সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন, তাদের সঙ্গেও কথা বলেছি।’



