
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
ইন্টারকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৫৪ এএম

ছবি : সংগৃহীত
পাঁচ বছর আগে পিএসজির যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, তা এবার রূপ নিলো বাস্তবে। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকাদের নিয়ে এসেও অধরা থেকে গেছে।
দলটির চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তিনবারের ইউরোপ জয়ী ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার এই শিরোপা জিতলো পিএসজি। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। ১৯৯৩ সালে মার্শেইর পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে ইউরোপ চ্যাম্পিয়ন হলো পিএসজি।
ম্যাচের ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন হাকিমি। ভিতিনহার পাসে বক্সের মধ্যে থেকে দুয়ের বাড়ানো বলে ফাঁকা পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। প্রথম গোলে অ্যাসিস্টের পর দুয়ে করেন দ্বিতীয় গোল। ২০ মিনিটে বাঁ দিক থেকে দেম্বেলের ক্রসে ডান পায়ের শট নেন তিনি। দিমাক্রোর গায়ে লেগে ইয়ান সমারকে দিগভ্রান্ত করে জালে জড়ায় বল। ষষ্ঠ ভিন্ন খেলোয়াড় হিসেবে ফাইনালে একটি গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়লেন দুয়ে, অবশ্যই সর্বকনিষ্ঠ হিসেবে।
২-০ গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় পিএসজি। ৫২ মিনিটে কভারাতখেলিয়া ইন্টার ডিফেন্ডারের চাপের মুখে গোলবারের উপর দিয়ে শট নেন। কয়েক মুহূর্ত পর দেম্বেলের ডানপায়ের শট গোলবারের পাশ দিয়ে যায়। এক ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর তৃতীয় গোলের দেখা পায় পিএসজি। ৬৩ মিনিটে দেম্বেলের বাড়ানো বল নিয়ে ভিতিনহা দৌড়ে দুয়ের কাছে পাঠান। ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করেন এই তরুণ।
৭৩ মিনিটে দেম্বেলের পাস ধরে অফসাইড ফাঁদ এড়িয়ে কভারাতখেলিয়া সমারকে ফাঁকি দিয়ে জাল কাঁপান। ম্যাচ ইন্টারের নাগালের বাইরে নিয়েও গোলের ক্ষুধা কমেনি পিসেজির। ৮৭ মিনিটে বারকোলার সঙ্গে ওয়ান-টু পাসে বল টেনে নিয়ে সমারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন বদলি নামা মায়ুলু।
তিন মিনিট পর রেফারি কোনও যোগ করা সময় না দিয়েই ম্যাচ শেষের বাঁশি বাজান। আনন্দ অশ্রুতে সিক্ত হন পিএসজি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা। ২০২০ সালে ফাইনাল খেলা একমাত্র সদস্য মারকুইনহোস হাকিমিদের জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।