
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৪৯ এএম
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি-ইন্টারের একাদশে একটি করে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:৩৯ এএম

ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হতে বাকি কেবল সময়ের ব্যাপার। জার্মানির মিউনিখে মর্যাদার এই ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। দুই দলই ফাইনালের আগে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিজেদের মূল একাদশ ঘোষণা করেছে।
দুই দলই নিজেদের সেমিফাইনাল ম্যাচ থেকে একটি করে পরিবর্তন এনেছে শুরুর একাদশে। এই পরিবর্তনগুলোর মধ্যে ইন্টার মিলানের ক্ষেত্রে এটি বড় স্বস্তির খবর—ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের ফেরাটা রক্ষণভাগে ইন্টারকে আরও শক্তিশালী করবে। পাভার্ডকে জায়গা দিতে বাইরে থাকতে হচ্ছে ইয়ান বিসেককে।
অন্যদিকে পিএসজির শিবিরেও গুরুত্বপূর্ণ এক পরিবর্তন এসেছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে না থাকা ওসমান ডেম্বেলেকে ফিরিয়ে আনা হয়েছে শুরুর একাদশে। তার জায়গায় আগের ম্যাচে খেলা ব্র্যাডলি বারকোলা এবার বেঞ্চে। কোচ লুইস এনরিকে মূলত সেমিফাইনালের প্রথম লেগের দলকেই ফাইনালের জন্য বেছে নিয়েছেন।
পিএসজির সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুম্মা
রক্ষণভাগ: আশরাফ হাকিমি, মার্কিনিওস, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস
মধ্যমাঠ: ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ, দিজায়েরে দুয়ে
আক্রমণভাগ: ওসমান ডেম্বেলে, কাভিচা কাভারাত্সখেলিয়া, রানদাল কলো মুয়ানি
ইন্টার মিলানের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: ইয়ান সোমার
রক্ষণভাগ: বেঞ্জামিন পাভার্ড, ফ্রান্সিসকো আসেরবি, আলেসান্দ্রো বাস্তোনি
উইংব্যাক ও মিডফিল্ড: ডেনজেল ডামফ্রিস, ফেডেরিকো ডিমার্কো, নিকোলো বারেল্লা, হাঁকান চাহানোগ্লু, হেনরিখ মিখিতারিয়ান
আক্রমণভাগ: মার্কাস থুরাম, লাউতারো মার্তিনেজ