
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
সাকিবের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৫৮ পিএম

সাকিব আল হাসান
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আগেই, তবে ওয়ানডে খেলতে আগ্রহী থাকলেও জাতীয় দলে সুযোগ মিলছে না। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে বর্তমানে দলের বাইরে আছেন সাকিব।
সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সাকিব আমাদের সেরা অলরাউন্ডারদের একজন। আমরা চাই সে ফিট থাকুক এবং ভালো খেলুক।”
তিনি আরও বলেন, “উপদেষ্টাদের কোনো সিদ্ধান্তের সঙ্গে খেলোয়াড় নির্বাচনের বিষয়টি সম্পৃক্ত নয়। উপদেষ্টা কেউ নির্বাচক নন। নির্বাচক প্যানেলই খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে রয়েছে এবং আমরা সেই প্রক্রিয়াকে সম্মান করি।”
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিজের ভাবনা তুলে ধরে বুলবুল বলেন, “আমার দায়িত্ব শুধুই জাতীয় দল নয়, বরং গোটা দেশের ক্রিকেটের বিকাশ। আমরা চাই দেশের ক্রিকেট সংস্কৃতিকে আরও মজবুত করতে। আমার বিশ্বাস, শুধু ১১ জন ক্রিকেট খেলে না, পুরো বাংলাদেশ ক্রিকেট খেলে। এই খেলাটার উন্নয়নে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব।”
নতুন সভাপতির মন্তব্যে বোঝা যাচ্ছে, সাকিবের দলে ফেরাটা শুধুই তার পারফরম্যান্স ও শৃঙ্খলার ওপর নির্ভর করছে—নির্বাচন প্রক্রিয়ায় কোনো ব্যক্তিগত প্রভাব বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই।